বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বরিশালে যুবদল নেতার বাসায় হামলা

বরিশাল দক্ষিণ জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের বাসভবনে গভীর রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে নগরীর কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  বিপ্লব জানান, পরিবারিক প্রয়োজনে ঢাকায় ছিলেন তিনি। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি খবর পান ৩/৪টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘা উপজেলায় বিদেশি একটি রিভলবারসহ জিয়ারুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়ারুল উপজেলার পলাশি ফতেপুর গ্রামের মৃত করিমের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিজিবিকে বিএসএফের মিষ্টি

ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় বিএসএফ। এ সময় বিএসএফকেও মিষ্টি উপহার দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে হিলি চেকপোস্ট শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিএসএফ ভারতীয় হিলি ক্যাম্পের সহকারী কমিশনার সুরেশ কুমার এবং বিজিবির হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার মাহবুব উল আলম। পরে, ভারতীয় হিলি কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে বাংলাদেশের হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের মিষ্টি উপহার দেওয়া হয়। —দিনাজপুর প্রতিনিধি

মন্দিরের অর্থ লুট

কুষ্টিয়ায় রাতের আঁধারে একটি মন্দিরের অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই মন্দিরে স্থাপিত কাঠ ঠাকুরের মূর্তিও ভাঙচুর করে। সোমবার রাতে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি চুরি মামলা করা হয়েছে।—কুষ্টিয়া প্রতিনিধি

কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় রবিন (১৮) নামে এক ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার বিকালে ইসদাইর জনতা টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিন ইসদাইর এলাকার হান্টু মিয়ার একমাত্র ছেলে এবং তোলারাম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

লামায় নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. আশরাফ উদ্দিন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।  শিশুটি গত সোমবার সকালে মাতামুহুরী ব্রিজ সংলন্স ঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন উপেজলার নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নুর হোসেনের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর