বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

১৫ আগস্ট ধানমন্ডিতে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল

-------- শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি আগে থেকেই বলে আসছি দেশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে। ১৫ আগস্ট সকালে ধানমন্ডিতে বড় হামলার পরিকল্পনা ছিল। গোয়েন্দা সংস্থার লোকজন সেই হামলাকে নস্যাৎ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আলাদা দুটি অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। দুপুরে তিনি নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তাঁতী লীগের জেলা কমিটির উদ্যোগে শোক দিবসের সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। শামীম ওসমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আমাকেও হত্যা করা হতে পারে, সে আশঙ্কাও আছে। কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তিত নয়। আমি শামীম ওসমান মারা গেলে কিছু হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখতে হবে দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে। আমাদের সবাইকে এখন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে তল্লা এলাকাতে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানেও অনুরূপ বক্তব্য রাখেন তিনি। ওই সময়ে বলেন, ‘চারদিকে ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর