বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বেনাপোল বন্দরে আটকা চালবোঝাই ৩০০ ট্রাক

বেনাপোল প্রতিনিধি

চাল আমদানিতে ১০ ভাগ শুল্ক প্রত্যাহার হচ্ছে এমন আশায় বেনাপোল বন্দরে আমদানিকৃত চাল খালাস বন্ধ রেখেছে আমদানিকারকরা। ছয় দিন ধরে স্থলবন্দরের ভিতর আটকে আছে তিন শতাধিক চাল বোঝাই ট্রাক। ফলে পণ্য লোড-আনলোডসহ ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। কর্তৃপক্ষের শঙ্কা, এভাবে চাল খালাস বন্ধ থাকলে বন্দরে বড় ধরনের পণ্যজট সৃষ্টি হবে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে এবং দ্রুত মজুদ বাড়াতে চাল আমদানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহারের বিষয়ে খাদ্যমন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়। গত ৭ আগস্ট এমন খবর প্রকাশের পর থেকেই বন্দরে চাল খালাস বন্ধ রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান জানান, চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চাল আমদানিতে আরোপিত শুল্ক প্রত্যাহার করে নেবেন এমন আলোচনা চলছে কয়েকদিন ধরে। ৭ আগস্ট সংক্রান্ত খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় বেনাপোল বন্দরের আমদানিকারকরা চাল খালাস করছেন না। কারণ শুল্ক প্রত্যাহার হলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। শুল্ক প্রত্যহারের খবরে বন্দর দিয়ে চাল আমদানি কমেছে বলেও জানান এ কর্মকর্তা। বেনাপোল বন্দরের উপ-পরিচালক রেজাউল ইসলাম জানান, আগে বেনাপোল বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১০০ ট্রাক চাল আমদানি হতো এবং প্রতিদিনই সে সব চাল খালাস হয়ে যেত। কিন্তু চাল আমদানিতে আরোপিত ১০ ভাগ শুল্ক প্রত্যাহার করবে সরকার এমন খবর শুনে কয়েকদিন ধরে এই বন্দর থেকে চাল খালাস করছেন না আমদানিকারকরা।

সর্বশেষ খবর