বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগের ১৬ নেতা কর্মী বহিষ্কার

শোক দিবসের কর্মসূচিতে সংঘর্ষ

কুড়িগ্রাম ও শরীয়তপুর প্রতিনিধি

শোক র‌্যালিতে সংঘর্ষের ঘটনায় উলিপুর উপজেলা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এম জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে। এরা হলেন— শেখ সরওয়ার্দী সরদার সজীব, প্রণয় সরকার প্রিতম, মনিরুল ইসলাম নয়ন, সৌভিক প্রসাদ পান্ডে কৌনিক, নাজমুল ইসলাম, মামুন সরকার পিয়াস, ওসমান গনি সরদার রতন, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান ও রানা মিয়া। এদিকে শরীয়তপুর সরকারি কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতরা হলেন—শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন টিপু, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সগির হাওলাদার, শরীয়তপুর কলেজ শাখার সদস্য রাজিব দেওয়ান, অনিক মাদবর, সদর উপজেলা সদস্য জাহিদ হাসান বাপ্পি ও কর্মী রাসেল সরদার। এছাড়া শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবরকে কেন বহিষ্কার করা হবে না এ মর্মে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর