বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাগর থেকে চুয়েট ছাত্রের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে বেড়াতে গিয়ে সাগরে ডুবে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে সাগরে জেলেদের জালে আটকা পড়ে লাশটি। বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

চুয়েটের উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি. এম সাদিকুল ইসলাম বলেন, ‘মরদেহ পাওয়া গেছে। আমরা মরদেহটি নিয়ে আসার চেষ্টা করছি।’

মঙ্গলবার বিকালে সীতাকুণ্ডের মুরাদপুর গুলিয়াখালী সৈকতে সহপাঠীদের সঙ্গে বেড়াতে যান খাব্বাব। তারা দুটি নৌকা ভাড়া করে সাগরে ঘুরে বেড়ান। খাব্বাব ও ইমতিয়াজের নৌকায় দুই নারীও ছিলেন। বাকি পাঁচ শিক্ষার্থী অন্য নৌকায় ছিলেন। একপর্যায়ে দুই নারী সাগরে পড়ে যান। তখন ইমতিয়াজ ঝাঁপিয়ে পড়েন তাদের উদ্ধারে। সাগর উত্তাল থাকায় একসময় খাব্বাবও পড়ে যান। সাঁতার না জানায় তলিয়ে যান খাব্বাব। দুই নারীর মধ্যে একজনকে ইমতিয়াজ ও অন্যজনকে জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।

সর্বশেষ খবর