বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিবিরের অফিস থেকে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৩

তিন পুলিশ সদস্য আহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে শিবিরের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের অনন্তপুরে শিবির অফিসে এ অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান চন্দ্র ত্রিপুরা রাতে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

বিধান চন্দ্র জানান, ২১ আগস্ট সামনে রেখে জামায়াত-শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করেছিল। এর অংশ হিসেবে বুধবার বিকালে নিজ কার্যালয়ে বেঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালায়। শিবির কর্মীদের গ্রেফতার করতে গিয়ে সদর থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ও এসআই অরূপ কুমারসহ তিন পুলিশ সদস্য আহত হন। অভিযানে একটি পাইপগান, দুই ডজন চকলেট বোম, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, তিনটি ছুরি, একটি চাইনিজ কুরাল ও বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়। আটকরা হলেন— হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন (১৮), মাধবপুর উপজেলার করখী গ্রামের জিয়া উদ্দিনের ছেলে মোস্তাকিম বিল্লাহ (১৯) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চরখাটখাল গ্রামের রেণু মিয়ার ছেলে নাজমুল হোসেন অপু (১৮)।

সর্বশেষ খবর