শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঝোপ থেকে ভেসে এলো শিশুর কান্না

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে এক বছর বয়সী কন্যা শিশু। তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন লোকজন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, সখীপুর উপজেলার বড়চওনা মোটের পাড় মসজিদের মুসল্লিরা বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বের হয়ে ঝোপের ভিতর শিশুর কান্না শুনতে পান। পরে সবাই মিলে শিশুকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে খবর দেন। শিশুটির শাররীক অবস্থা খারাপ থাকায় তাকে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নাজমুল জানান, শিশুটি আশঙ্কামুক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির খোঁজখবর নিয়ে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ইউএনও মৌসুমী সরকার রাখী জানান, ‘শিশুটিকে সুস্থ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।

সর্বশেষ খবর