শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিক্ষক-অভিভাবকের উদাসীনতায় কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

কুমিল্লা প্রতিনিধি

শিক্ষক ও অভিভাবকদের উদাসীনতায় কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বিমাসিক মুখপত্র ক্যাম্পাস বার্তার আয়োজনে অনুষ্ঠিত কুমিল্লা অঞ্চলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু তাহের। মানসম্মত শিক্ষা অর্জনে প্রধান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাসমূহের বাস্তবভিত্তিক সমাধানে সুপারিশ প্রদান ও সুপারিশসমূহ বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন,  পরীক্ষা যদি সারা দেশে একইভাবে নেওয়া হয়, তাহলে কুমিল্লা বোর্ডে কেন ফল বিপর্যয় ঘটবে? কেন মেধাবী ছাত্ররা আত্মহত্যার পথ বেছে নিতে যাবে? বক্তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বয়, সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, সারা দেশে এক ধরনের মনিটরিং ব্যবস্থা চালু করলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের গাফিলতির বিষয়টিও উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা শিকাবোর্ডের পরিদর্শক জামাল নাসের, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ রতন কুমার সাহা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের মুন্সী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম দুলাল, শিরোনাম সম্পাদক নীতিশ সাহা ও সাংবাদিক ইয়াসমিন রীমা প্রমুখ।     উল্লেখ্য-কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছর এইচএসসিতে পাসের হার ছিল ৪৯.৫২ এবং এসএসসিতে পাসের হার ছিল ৬৯.০৩ভাগ। দুটিতেই দেশের মধ্যে কুমিল্লা বোর্ড পাসের হার ছিল সর্বনিম্ন।

সর্বশেষ খবর