শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জমি কিনে দখল নিতে পারছেন না ব্যবসায়ী

বেনাপোল প্রতিনিধি

যশোর বেনাপোলের দুর্গাপুর গ্রামে নগদ টাকায় জমি কিনে দখলে যেতে পারছেন না এক ব্যবসায়ী। মোটা অংকের চাঁদা না দিলে জমি দখল তো দূরের কথা উল্টো মালিককে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আদালত জমির মালিককে দখল নেওয়ার জন্য নির্দেশনা কাজে আসছে না বলে অভিযোগ ভুক্তভোগী নাজমুল হোসেন মুকুলের। জানা যায়, দুর্গাপুর গ্রামে ৪৮ নম্বর মৌজায় পাঁচ শতক জমি ২০১২ সালের ৪ নভেম্বর জনৈক কামাল উদ্দীন পিন্টুর কাছে থেকে খরিদ করেন ব্যবসায়ী নাজমুল হোসেন মুকুল। গত ৮ জানুয়ারি একই দাগে মুকুল আরও দুই শতক জমি কিনলে পূর্ব মালিকরা সীমানা পিলার বসিয়ে দখল বুঝিয়ে দেন। কিন্তু দাবি করা চাঁদা না পেয়ে স্থানীয় একটি চক্র মুকুলকে জমির দখল নিতে দিচ্ছে না। তারা তুলে ফেলে সীমানা পিলারও। এরই মধ্যে চক্রটি ওই জমিতে ১৪৪ ধারা চেয়ে আদালতে অভিযোগ করে। অভিযোগ আমলে নিয়ে পোর্ট থানাকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি ১১ মার্চ প্রতিবেদন দাখিল করে। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে নাজমুল হোসেন মুকুলের পক্ষে রায় দেন। অভিযোগ রয়েছে, সঠিক কাগজপত্র ও আদালতের রায়ের পরও মুকুল তার জমিতে গেলেই চাঁদাবাজরা দেশীয় অস্ত্রসহ তাকে ধাওয়া করছে। প্রাণভয়ে তিনি জমির কাছে যেতে পারছেন না।

সর্বশেষ খবর