শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নড়িয়া রক্ষায় ভাঙন রোধে যা যা দরকার করা হবে

—এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, নড়িয়া উপজেলা পদ্মার ভাঙন রোধে যা যা করণীয় তার করবে সরকার। এ জন্য ১ হাজার ২৮৩ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে আওয়ামী লীগ সরকার। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়ায় পদ্মার ভাঙনকবলিত এলাকা চরআত্রা, নওপাড়া, সুরেশ্বর, কেদারপুর, ওয়াপদা, চন্ডিপুর, সাধুর বাজার, ও নড়িয়া পৌরসভার লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা এডিসি মমতাজ উদ্দিন প্রমুখ। এনামুল হক শামীম বলেন, ইতোমধ্যে নদী ভাঙন রোধে শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সকল দুর্যোগ-দুর্বিপাকে এ দেশের পাশে ছিল, আছে ও আগামীতেও থাকবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ না খেয়ে কেউ মারা যাবে না। সরকারের পাশাপাশি রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর