শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

দুর্ঘটনায় নিহত ১৭ জনের পরিবারকে অনুদান

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের পরিবার এবং আহত ২৫ জনকে গতকাল অনুদান দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ হতাহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের এক সদস্যকে চাকরির আশ্বাস দেন।

গত ২৪ জুন রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২৫ জন আহত হন। তাদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে।

—লালমনিরহাট প্রতিনিধি

শুভ্রা মুখার্জির স্মরণসভা

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুর রউফ (কুষ্টিয়া-৪)। বিশেষ অতিথি ছিলেন- নিতাই কুমার কুন্ডু, মদন কর্মকার, বাবুল চক্রবর্তী, ডা. অরুন বিশ্বাস প্রমুখ। —কুষ্টিয়া প্রতিনিধি

শিক্ষার্থীদের বাইসাইকেল

যশোরের শার্শা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১০০ গরিব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে শার্শা উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। —বেনাপোল প্রতিনিধি

ছাত্রলীগের মশারি বিতরণ

মশার উপদ্রব ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ ও সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াটার স্পিডের উদ্যোগে গতকাল সকালে এসব মশারি বিতরণ করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান।

বুধবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এর আগে ওই আসনে বিভিন্ন দলের আরও অন্তত এক ডজন মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছিল। —গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা

ফরিদপুরে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় ৬১ জন প্রতিবন্ধী রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে)-এর আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় মহিম স্কুলে বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। —ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর