শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আ.লীগ নেতাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি

রাজধানীর জাতীয় অর্থেপেডিক হাসপাতালে চিকিৎসাধীন সাভারের পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের আওয়ামী লীগ নেতা রেজওয়ান আহম্মেদকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন। বুধবার রাতে আহত নেতাকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন— ঢাকার যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব এলাকার পুলিশ কর্মকর্তাদের বদলি করা হবে। জানা গেছে— সোমবার রাতে আমছিমুড় এলাকায় যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজওয়ান আহমেদের দুই পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রথমে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে রাজধানীর জাতীয় অর্থেপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকাবাসী জানান— দলীয় কোন্দলের জেরে সাবেক সংসদ সদস্য ঢাকা জেলা আ.লীগ সভাপতি বেনজীর আহমেদের অনুসারী রেজওয়ান আহমেদকে বর্তমান সংসদ সদস্য এমএ মালেকের অনুসারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর ছেলে দিপুসহ কয়েক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে এবং পিটিয়ে দুই পা ভেঙে দেয়। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বলেন, রেজওয়ানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল এমপি মালেকের লোকজন। তবে স্থানীয় এমপি এমএ মালেক এই অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর