শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাঁচ জেলায় দুই শিশুসহ আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় দুই শিশুসহ আটজন নিহত

দেশের পাঁচ জেলায় দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—রাজশাহী : রাজশাহী মহানগরীতে অ্যাম্বুলেন্সের চাপায় মনিসা সরকার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নগরীর শাহ মখদুম থানার পাবনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিসা ওই এলাকার জিতেন সরকারের মেয়ে। সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় সে। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লা : কুমিল্লা নগরীতে প্রাইভেট কার চাপায় পথচারী খাদিজা (২৬) ও ভাতিজি জান্নাত (৪) নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর কাপ্তানবাজার পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চান্দিনা উপজেলার বলারচর এলাকায়। বর্তমানে তারা নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। কুমিল্লা কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক মো. সালাহ উদ্দিন জানান, প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার ইস্পাহানি সিটি গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম শিমুলিয়া এলাকার মো. ঈসমাইলের ছেলে কামরুল ইসলাম (২৭), নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের মৌলভীপাড়ার মো. আবদুর রাজ্জাকের ছেলে নিজাম (৩২) ও বাগেরহাট জেলার রামদা থানার বদিগঞ্জের আবদুর রশিদ তালুকদারের ছেলে  মো. রেজাউল (৩০)। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে বরিশাল থেকে ভুরঘাটাগামী হিমেল হিরক নামের যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-০৪-০০০৪) ধাক্কায় নিহত পথচারী মোসাম্মৎ লাল বানু (৬৫) আগৈলঝাড়ার পতিহার গ্রামের মো. মকবুল শিকদারের স্ত্রী। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

সর্বশেষ খবর