শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভুয়া দলিলে প্রতিবন্ধী তিন বোনের বসতভিটা গ্রাস

এখন বাড়ি ছাড়ারও হুমকি দিচ্ছেন ভাই

মেহেরপুর প্রতিনিধি

ভুয়া দলিলে প্রতিবন্ধী তিন বোনের বসতভিটা গ্রাস

প্রতিবন্ধী তিন বোন —বাংলাদেশ প্রতিদিন

মেহেরপুরের শারীরিক প্রতিবন্ধী তিন বোনের একমাত্র সম্বল বাবার দেওয়া পাঁচ শতক জমির উপর বসতভিটা। বাবার মৃত্যুর পর অসহায় তিন বোনের শেষ সম্বলটুকু ভুয়া দলিলে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। শুধু জমি লিখে নিয়েই ক্ষান্ত হননি, এখন বাড়ি থেকে বোনদের বেরিয়ে যাওয়ারও হুমকি দিচ্ছেন। ঘটনাটি মেহেরপুর জেলা শহরের বোসপাড়ার। জানা যায়, বোসপাড়ার বাসিন্দা সোহরাব শেখেরে তিন মেয়ে মেহেরুন (৪৪), রীনা (৩৭) ও চুমকি (৩৫)। তিনজনই শারীরিক প্রতিবন্ধী। প্রত্যেকের উচ্চতা সর্বোচ্চ আড়াই ফুট। শারীরিক এ প্রতিবন্ধকতার কারণে তাদের বিয়ে-সংসার করা হয়নি। বাবা-মায়ের মৃত্যুর পর বাবার দেওয়া ভিটায় কাটিয়ে দিতে চেয়েছিলেন জীবনের বাকি দিনগুলো। বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকায় তাদের কোনোরকম সংসার চলে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আপন ভাই। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিতে চাচ্ছেন তিনি। মেহেরুন জানান, বাবা-মা মারা যাওয়ার পর আপন ভাই তাদের ভিটেবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে। অথচ বাবা তিন বোনের ভবিষ্যৎ চিন্তা করে বাড়ির পাঁচ শতক জমি দলিল করে দিয়েছিলেন তাদের নামে। এখন ভাই সামসুল দাবি করছে বাবা তাকেও ওই জমি দিয়ে গেছে দলিল করে। সে ভুয়া দলিলে জমি খারিজও করে নিয়েছে। এখন প্রতিদিন হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য। এ ব্যাপারে অভিযুক্ত সামসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক বলেন, অনেক সময় ভুলবশত জমি খারিজ হয়ে যায়। আইনানুযায়ী অভিযোগ করলে খারিজ বাতিলেরও বিধান আছে।

সর্বশেষ খবর