শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জরাজীর্ণ ভবনে পাঠদান বড় দুর্ঘটনার আশঙ্কা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে জেনেও বিকল্প না থাকায় ওই ভবনেই চলছে ১৮০ শিশু শিক্ষার্থীর পাঠ কার্যক্রম।

প্রধান শিক্ষক নিবেদিতা ঘোষ জানান, জরাজীর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে রেখেই পাঠদান করতে হয়। মনে সব সময় উদ্বেগ-উত্কণ্ঠা কাজ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমশর মিয়া জানান, প্রায় ৫০ বছর ধরে বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত পড়ে আছে। বর্তমান ভবনটিও পরিত্যক্ত হওয়ার উপক্রম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহিউদ্দিন আহমদ বলেন, সদলপুর-তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। প্রকৌশলী খন্দকার গোলাম শওকত বলেন, ‘এ ব্যাপারে তথ্য নিচ্ছি।’ জানা যায়, ১৯৩৪ সালে আধাপাকা ঘরে যাত্রা শুরু সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ২০০৩-২০০৪ অর্থবছরে সরকারিভাবে নতুন ভবন নির্মিত হয়। নির্মাণে অনিয়মের ফলে মাত্র ১২ বছরের মাথায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সরেজমিন সদলপুর-তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল। অফিস কক্ষের মেঝেতে জমে আছে পানি। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই ছাদ দিয়ে ভেতরে পানি পড়ে। অফিসের কাগজপত্রসহ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

সর্বশেষ খবর