শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় শুক্রবার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : বাঘা উপজেলার দিঘা বারতিপাড়া গ্রামে নালার পানিতে ডুবে জনি আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জনি ওই গ্রামের জালাল প্রামাণিকের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : দুপুরে বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ি গ্রামে মাছ ধরার সময় পানিতে ডুবে ইকবাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইকবাল ওই গ্রামের তাহের মিয়ার নাতি এবং দারিয়াপুর গ্রামের কাউসার মিয়ার ছেলে। সে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ পৌর এলাকার মিয়া সাহেবপাড়া ও বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জুবায়ের ইসলাম (১৪) দুপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। জুবায়ের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। কুষ্টিয়া : ভেড়ামারায় নদীতে গোসল করতে গিয়ে মুক্তাকিম (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরের ভেড়ামারা পৌরসভার মধ্যবাজার গালর্স স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।  মুক্তাকিম ওই এলাকার হাবিবুর রহমান হাবিবুল্লার ছেলে। বগুড়া : করতোয়া নদীতে গোসল করতে নেমে ভাবনা শিকদার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শহরের চেলোপাড়া এলাকার শীতলাইতলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ভাবনা শহরের চেলোপাড়ার ব্যবসায়ী গৌতম শিকদারের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার ছোট পারুলিয়া থেকে ফ্রাহিম লস্কর নামে ১৮ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর