শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সদস্য সংগ্রহ অনুষ্ঠান থেকে বিএনপি ও যুবদলের ১৭ নেতা-কর্মীকে আটকের পর দুটি পুরনো মামলায় আসামি দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। দেড় বছরের পুরনো মামলায় অজ্ঞাত আসামির স্থলে তাদের জড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আইনগত প্রতিকার দাবি করছেন ভুক্তভোগীদের পরিবার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্ট শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি ও যুবদলের ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ওইদিন গণমাধ্যমকে জানানো হয়। তাদের সাতজনকে ২০১৬ সালের একটি সংঘর্ষের মামলায় এবং ১০ জনকে আরেকটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ৬ আগস্ট আদালতে পাঠানো হয়। আর ৩৪ ধারায় আদালতে পাঠানো তিনজনকে ওই দিনই জামিন দেওয়া হয়। বাকিদের ১০ আগস্ট জামিন মঞ্জুর হয়। কিন্তু জেলহাজতে থাকা অবস্থাতায়ই তাদের শ্যোনঅ্যারেস্ট দেখানো হয়েছে। এ কারণে কারাগারেই আটক রয়েছেন। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন আটকদের স্বজনরা।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন ভূইয়া বলেন, আদালতে পাঠানো ১৭ জনের বিরুদ্ধে পুরনো মামলা ছিলো। অজ্ঞাত আসামি হিসেবে তাদের আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর