শিরোনাম
শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খাস জমিতে মেডিকেল কলেজ করার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

একনেকে অনুমোদিত সুনামগঞ্জে ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পৌরসভার ভিতরে অব্যবহূত খাস জমিতে স্থাপনের দাবি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মালেক হুসেন পীর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক আবেদনে তিনি জানান, মোটা অংকের সরকারি অর্থ ব্যয়ে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না করে পৌরসভার রসুলপুর মৌজায় স্থাপন করলে সরকারের প্রায় ৩০ কোটি টাকা সাশ্রয় হবে। প্রসঙ্গত, সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও হাসপাতাল একনেকে অনুমোদনের পর ১৬ মে স্থান নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার কাঠইর এলাকায় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিটি।

সর্বশেষ খবর