শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ প্রমুখ।

—গাজীপুর প্রতিনিধি

জেলারের বাড়িতে ডাকাতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৌলাশীর গ্রামে মুজিবুর রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। মুজিবুর রহমান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে কর্মরত আছেন। মুজিবুর রহমানের ভাই হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে জানালার গ্রিল ভেঙে মুখোশ পরা ৮-১০ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে বেঁধে একটি কক্ষে আটকে রেখে ১০ ভরি সোনার অলঙ্কার, নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও পাঁচটি মোবাইল সেট লুটে নেয়। —শ্রীমঙ্গল প্রতিনিধি

তিন জামায়াত নেতা আটক

রাজশাহী মহানগর জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জমজম ইসলামী হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তারা গোপন বৈঠক করছিলেন। গ্রেফতার তিন জামায়াত নেতা হলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর এম নজরুল ইসলাম, রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি আবদুস সবুর ও রোকন মাইনুল ইসলাম।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

নেত্রকোনার মোক্তাপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা গতকাল শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরে বর্নাঢ্য র‌্যালি বের হয়। মেলায় ফলদ ও চারা গাছের ২৬টি স্টল বসেছে। —নেত্রকোনা প্রতিনিধি

প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে তিন দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। নাট্যদল ভূমিজের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মিজানুর রহমান বাবলু, প্রহ্লাদ চন্দ  বর্মণ, শহিদুল ইসলাম শহীদ প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার।

—পঞ্চগড় প্রতিনিধি

শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের এই কমিটির আহ্বায়ক হলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন ও সদস্য সচিব অধ্যক্ষ আশরাফুল ইসলাম। শুক্রবার দুপুরে শহরের এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।—সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষকদের ঈদ উপহার

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ১২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৫৯ জন শিক্ষক-শিক্ষিকার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আফম বাবুল বাবু, মাহফুজুর রহমান ভিপি বাহার, মাসুদুর রহমান শিপন প্রমুখ। —নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর