শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘সরকার কৃষি-বান্ধব’

দিনাজপুর প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি-বান্ধব। বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে তার জন্য সরকার সক্রিয় সহযোগিতা করে আসছেন। তিনি বন্যার্তদের বিনা মূল্যে বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের খামারে ধানের চারা তৈরির মহৎ উদ্যোগকে স্বাগত জানান। শুক্রবার বিকাল ৪টার দিকে হাবিপ্রবি’র খামারে বীজ ছিটিয়ে ধানের চারা উৎপাদনের জন্য বীজতলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বি আর-৩৪ (লেট ভেরাইটি) জাতের ধানের চারা উৎপাদিত হলে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার বন্যার্তদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। বীজতলায় উৎপাদিত চারা প্রায় ৬০ বিঘা জমিতে রোপণ করা যাবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীেয় গবেষণা মাঠের তিন বিঘা জমিতে খামার বিভাগের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ধানের চারা উৎপাদনের কাজ শুরু হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেমসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর