রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা, প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

মুক্তিযোদ্ধা ও নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউপির চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে ৫৭ ধারায় করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নূর খানের করা ৫৭ ধারায় মামলা এবং নেত্রকোনা মুক্তিযুদ্ধ যাছাইবাছাই কমিটিকে উকিল নোটিশ প্রদানের প্রতিবাদে গতকাল এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, ‘মুক্তিযুদ্ধে নূর খানের কখনই অংশগ্রহন ছিলনা। ভুয়া কাগজপত্র দেখিয়ে তিনি মুক্তিযোদ্ধা সেজেছেন। এ কারণে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে  ৫৭ ধারায় ‘মিথ্যা’ মামলা করেন।’ আব্দুর রহিম জানান, নেত্রকোনা মুক্তিযোদ্ধা যাচাই বছাই কমিটি কর্তৃকও নূর খান মুক্তিযোদ্ধা নন বলে রিপোর্ট দেওয়ায় কমিটিকেও উকিল নোটিশ পাঠিয়েছেন। এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন। উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, নুরুল আমিন, আব্দুল মতিন, আইয়ূব আলী, আনিছুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর