রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মো. সেলিম নামে এক অসাধু চিংড়ি ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শনিবার দুপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর অভিযোগের ভিত্তিতে শহরের বনরূপা বাজার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ সময় রাঙামাটি পৌর প্যানাল মেয়র মো. জামাল উদ্দীন, রাঙামাটি কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) সিজত বড়ুয়া, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ উপস্থিত ছিলেন। ফিরোজা বেগম চিনু অভিযোগ করে বলেন, শনিবার সকালে তার স্বামী শহরের বনরূপা বাজার থেকে মাছ ব্যবসায়ী সেলিমের কাছ থেকে চিংড়ি মাছ ক্রয় করেন। বাসায় নিয়ে দেখেন চিংড়ি মাছের মাথার ভিতর এক প্রকার জেলি।

সর্বশেষ খবর