সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেডিকেল রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা

বেতাগীতে শিক্ষিকা গণধর্ষণের শিকার

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে ধর্ষণের মামলায় মেডিকেল পরীক্ষার রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। বরগুনার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন গতকাল এ কথা জানান। মেডিকেল রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা শিক্ষক সমিতি। তাদের দাবি পুনরায় মেডিকেল পরীক্ষা করে মামলার সুষ্ঠু তদন্ত করা হোক। সিভিল সার্জন জানান, শিক্ষিকাকে ধর্ষণের আলামত না পাওয়া গেলেও তাকে ধর্ষণের চেষ্টা করা হতে পারে। কারণ তার হাতে ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করা হয়। পরদিন ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর