সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাপছড়ি বেইলি ব্রিজ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাপছড়ি সড়কের বিধ্বস্ত অংশে বেইলি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে ভারী যান চলাচল খুলে দিতে চলছে তোড়জোড়। সোমবার (আজ) বেইলি ব্রিজের উপর পরীক্ষামূলক যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকেশৗলী এমদাদ হোসেন।

রাঙামাটি সওজ বিভাগ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সদর উপজেলার সাপছড়ির শালবাগানে ১০০ মিটারব্যাপী রাস্তা ধসে ১০০ ফুট খাদে বিলীন হয়ে যায়। এ সময় রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকাসহ অন্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাহাড়ধসের আট দিনের মধ্যে সেনাবাহিনীর বিশেষ দল রাত-দিন মাটি অপসারণ ও মেরামত কাজের পর ২১ জুন রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি হালকা যান চলাচলের জন্য খুলে দেয়। ভারী যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিধ্বস্ত অংশে নির্মাণ করা হয় বেইলি ব্রিজ। এ ব্রিজের উপর দিয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর