সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টিফিনের টাকায় ত্রাণ বিতরণ

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরে টিফিনের টাকা জমিয়ে ত্রাণ বিতরণ করেছে শিক্ষার্থীরা। এছাড়া বগুড়াসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির উন্মে সুমাইয়া সৌমিকা, পূজা সাহা, মাহ্ফুজা ইসলাম মুন এবং অষ্টম শ্রেণির সাদিয়া আফরোজ তাদের টিফিনের টাকা দিয়ে বিস্কুট কিনে শিশুদের মাঝে বিতরণ করে। উন্মে সুমাইয়া সৌমিকা জানান, প্রথম দিন ১ হাজার ৫৮০ টাকা দিয়ে শিশুদের জন্য বিস্কুট কিনে বিতরণ করি। পরে টাকার পরিমাণ বাড়তে থাকে। পুজা সাহা জানান, বিষয়টি বাবা-মা জানার পর তারাও টাকা দিয়ে সহযোগিতা করেন। পরে শিক্ষকরাও করেছেন। এরপর আমরা সবার চেষ্টায় প্রতিদিন ৫ হাজার টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করতে সমর্থ হয়েছি।  বগুড়া : সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধে জেলা বিএনপি ত্রাণ বিতরণ করেছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। সুজাউদ্দৌলা সন্জুর সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ ীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল প্রমুখ। সদরপুর : সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া ইউনিয়নের ৮৭০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘অবহেলিত শিশুদের পাশে দাঁড়াই’। রবিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুরে প্রায় আড়াইশ’ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর