সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

অধ্যক্ষ লাঞ্ছিত

দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেনের বিরুদ্ধে অধ্যক্ষ প্রফেসর আবদুজ জাহেরকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গতকাল এ ঘটনা ঘটে। কামাল হোসেন জানান, অভিযোগ সঠিক নয়। অধ্যক্ষের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। —কুমিল্লা প্রতিনিধি

শ্রমিকের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে আজম (১৯) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। ঝুলন্ত শ্রমিক আজম চাঁপাইনবাবগঞ্জ জেলার আলীনগর এলাকার জিয়া ইসলামের ছেলে।  শনিবার  রাতে শহরের নিতাইগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্কেটে অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে একটি লেপ-তোষকের কারখানা সম্পূর্ণ ও একটি স্যানেটারি মালামালের গুদামের আংশিক পুড়ে গেছে। এতে অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বাজার জামে মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

—কুমিল্লা প্রতিনিধি

রাবির দুই শিক্ষার্থী ছুরিকাহত

প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী। রবিববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আইন বিভাগের মাস্টার্সের ছাত্র হৃদয় হাসান এবং একই বিভাগের তৃতীয় বর্ষের মাহাবুবুর রহমান সুমন। অভিযুক্ত রায়হান উদ্দিন নোমান বাংলার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।—রাবি প্রতিনিধি

বিয়ানীবাজারে ক্যান্সার হাসপাতাল

বিয়ানীবাজারে স্থাপিত ‘বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের’ চিকিৎসা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান। এ সময় তার সঙ্গে থাকা বিশিষ্টজনেরা উপজেলা পর্যায়ে ক্যান্সার চিকিৎসার এমন উদ্যোগের প্রশংসা করেন। গত শুক্রবার ডা. একে আজাদ খানের সঙ্গে হাসপাতাল পরিদর্শনে আসেন কিউবার অনারারি রাষ্ট্রদূত ওবায়েদ জায়গীরদার, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এমএ আহবাব। তারা বলেন, উপজেলা পর্যায়ে এমন অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্র ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান বাংলাদেশের খুব কম জায়গায় আছে। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল শুধু চিকিৎসা নয় ক্যান্সার রোগের ব্যাপারে জনসাধারণকে সচেতন করছে বলেও মন্তব্য করেন তারা। পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক আবদুস সফিক, আরএমও ডা. গোলাম সারোয়ার ও ব্যবস্থাপক ফাতেমা তুজ জহুরা উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট

রূপগঞ্জে ভোটার হালনাগাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,  আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা (ঢাকা) রকিবউদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত  জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী  কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা ।

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর