সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকার টপস অ্যান্ড বটমস লিমিটেড নামের কারখানার শতাধিক শ্রমিক রবিবার জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া কারখানার সুয়িং অপারেটর সাথী আক্তার জানান, গত জুনে ঈদের ছুটির পর ৬ জুন কারখানা খোলার কথা ছিল। ৬ জুন সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পাই। কিন্তু ওই বন্ধের জন্য কোনো নোটিশস ছিল না। কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতনও দিচ্ছে না। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, শ্রমিকরা তাদের পাওনার জন্য স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কারখানার এমডি মো. আশরাফুল ইসলাম জানান, সব পাওনা পরিশোধ করে গত ২৬ মে কারখানাটিতে ঈদের ছুটি দেওয়া হয়। শ্রমিকদের কোনো বকেয়া ছিল না। আর্থিক সমস্যার কারণে ৬ জুন কারখানাটি আর চালু করা সম্ভব হয়নি। তবে বিজিএমইএ’র মধ্যস্থতায় শ্রম আইন অনুযায়ী আগামী ২৫ আগস্ট শ্রমিকদের এক মাসের বেসিক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর