সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গত শনিবার রাত ১১ টায় বিয়ের প্রস্তুতির সময় কনের বাড়িতে অভিযান চালিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন ইউএনও হামিদুল ইসলাম। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার বাউশা ইউনিয়নের নওটিকা উত্তর জামে মসজিদ পাড়া এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে নওটিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে একই গ্রামের আশাদুল ইসলামের (২১) বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কনেসহ আত্মীয়দের আটক করেন। পরে কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না- মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিয়ে রেজিস্ট্রি করতে আসা কাজী শাহাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে রেজিস্ট্রি বই জব্দ করা হয়েছে। এ সময় বাউশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নবাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর