মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মহালছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল মহালছড়ির লেমুছড়ি এলাকায় অস্ত্রে সজ্জিত অবস্থায় একদল সন্ত্রাসী বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর মেজর সালেহ বিন শফির নেতৃত্বে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনী সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সেনাবাহিনী ওই এলাকা থেকে অত্যাধুনিক আমেরিকান তৈরি কোল্ট রাইফেল, একটি ফ্রান্সের তৈরি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

সর্বশেষ খবর