মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত এলাকায় গতকাল ত্রাণ বিতরণ করেছেন বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের খবরে বিস্তারিত— নাটোর : নলডাঙ্গায় ৪০টি গ্রামের ৫০ হাজার পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসন। গতকাল দুপুরে নলডাঙ্গা উপজেলার পাটুল, ভূষনগাছা, আচরাখালী, কালিগঞ্জের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ১০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয় এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুনসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। দিনাজপুর :  দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শহীদ জমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রায় পাঁচ শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপ অব ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারপারসন সেলিমা আহমাদ মেরী। তার ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

জামালপুর : জেলার মেলান্দহ ও জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিজভীর নেতৃত্বে একটি টিম জেলার বন্যা দুর্গত ৫০০ মানুষের মধ্যে চাল, ডাল, মুড়ি, গুড়সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে।

সর্বশেষ খবর