মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

  জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আশুলিয়া থানা যুবলীগ। সোমবার দুপুরে ঢাকা-১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের নেতৃত্বে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়াসহ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আশুলিয়া  ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা ইয়াকুব মাদবর, মনির পালোয়ান, রাসেল প্রমুখ।

—সাভার প্রতিনিধি

 

বন্যার্তদের সাহায্যে

বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। —ময়মনসিংহ প্রতিনিধি

 

সরকারি ওষুধ উদ্ধার

খুলনায় বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ গোপনে বিক্রির সময় ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ৩৭ হাজার পিস সিপ্রোফ্লক্সাসিন ও এসওমেপ্রাজল ট্যাবলেট এবং ঘুষ দেওয়ার চেষ্টাকালে ৫০ হাজার টাকা জব্দ করা হয়। সোমবার নগরীর মুজগুন্নি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফার্মাসিস্ট দেব প্রসাদ রায়, তার শ্যালক দীপংকর সাহা ও নগরীর হেরাজ মার্কেটের ইমা ফার্মেসীর রফিকুল আবেদিন।  —নিজস্ব প্রতিবেদক, খুলনা

 

অটিজম বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটিজম সচেতনতা বিষয়ক কর্মশালা গতকাল উপজেলার উজানচর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও শওকত ওসমান, ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জলি আমীর প্রমুখ। —বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে নুরুন্নাহার নামে দেড় বছরের এক শিশু পানিতে পড়ে  মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সালাউদ্দীনের মেয়ে ।

—আড়াইহাজার প্রতিনিধি

 

সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক নির্মূল কমিটির সদস্যদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে রবিবার রাতে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর