মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিকের বৃত্তি জালিয়াতি, শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি নিয়ে জালিয়াতির মামলায় রাজশাহীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ লাইনসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়। আবুল কাশেমের বাড়ি নগরীর ভদ্রায়।

দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম জানান, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪০ শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দিয়ে তাদের বৃত্তি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে।

 

সর্বশেষ খবর