বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রংপুরে দুই স্ত্রী হত্যায় ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে দুই স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। গতকাল রংপুরের জেলা ও দায়রা জজ হুমায়ূন কবির তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আলীর বাড়ি মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাথ ইউনিয়নের রূপসী গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী মাহমুদা বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় মাহমুদার চিৎকারে প্রথম স্ত্রী মোমেনা পাশের ঘর থেকে বেরিয়ে এসে ঘটনা দেখে ফেলেন। নরসিংদীতে পাঁচজনের যাবজ্জীবন : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে সাদেকুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে  ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মিজানুর রহমান, মোস্তফা, ফিরোজ, আসাদ, মকবুল হোসেন। মিজানুর রহমান ও ফিরোজ ছাড়া বাকি আসামিরা পলাতক। ১৯৯২ সালের ১৩ অক্টোবর নরসিংদীর রায়পুরা সাদেকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর