বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু, আহত ২০

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে ঢাকার সাভার ও কক্সবাজারের চকরিয়ায় তিন শ্রমিক নিহত ও আহত হয়েছেন ২০ জন। সাভার প্রতিনিধি জানান, কর্মস্থলে যাওয়ার পথে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। সাভারের বংশী নদীতে গতকাল সকালে বজ্রপাতের এ ঘটনা ঘটে। সাভার উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেঁচে যাওয়া শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে বংশী নদীর কাতলাপুর ঘাট থেকে ট্রলারে ৭০ জন শ্রমিক বংশী নদীর পাড়ে মিলন গার্মেন্টস ও আকতার ফার্নিচারে যাওয়ার জন্য রওয়ানা দেন। ট্রলারটি নদীর মাঝখানে গেলে হঠাৎ বাজ পড়ে শ্রমিকদের উপর। এতে মিলন গার্মেন্টের রফিক মিয়া (২৪) ও আকতার ফার্নিচারের শ্রমিক আবুল হোসেন (২৩) ঘটনাস্থলেই মারা যান। আহত হন নারীসহ ২০ জন। সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ নিখোঁজ নেই। চকরিয়া : কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে ফোরকান (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অপর দুই শ্রমিক আহত হন। মারা যায় একটি গরু। উপজেলার সরকারীঘোনা এলাকায় গতকাল দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত ফোরকান মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। আহতরা হলেন একই এলাকার বদিউল আলম ও মোহাম্মদ হোসেন।

সর্বশেষ খবর