শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেঘনায় নৌযানে লাখ লাখ টাকা চাঁদা আদায়

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মোগারচর ইউনিয়নে পারারবন্দ নদীতে পুলিশের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত মনির হোসেন বলেন— এলাকার ছোট ভাইয়েরা মেঘনা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদা তোলার কথা শুনেছি। প্রসঙ্গ সম্প্রতি মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা সভায় পারারবন্দ শাখা নদীতে চাঁদা আদায়ের বিষয়ে কথা হয়। চাঁদা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সিদ্ধান্ত হয়। অভিযোগ রয়েছে— স্থানীয় মেঘনা নদীর শাখা পারারবন্দ ব্রিজ এলাকায় পারারবন্দ গ্রামের মনির হোসেন ও লক্ষ্মণখোলা গ্রামের মজিব মিয়ার নেতৃত্বে সিলেট থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জ, দাউদকান্দি, মতলবগামী ইঞ্জিনচালিত নৌকা থেকে ৫০০/৬০০, কার্গো থেকে ১ হাজার ২০০/১ হাজার ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়— দাউদকান্দিগামী ট্রলার চালক আ. হাকিমের কাছ থেকে ৫০০ টাকা, কার্গো চালক সামসুদ্দিনের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা আদায় করা হয়। মতলবগামী কার্গো এম বি নুসরাতের চালক হানিফের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা শত শত ট্রলার চালক চাঁদাবাজিতে অতিষ্ঠ। চাঁদা না দিলে নির্যাতনের শিকার হতে হয়।

এদিকে স্থানীয় মোগারচর গ্রামের রমিজ উদ্দিন, পারারবন্দ গ্রামের আ. হক সাংবাদিকদের জানান— প্রতিদিন মেঘনা নদীর মোহনায় ৭০ থেকে ৮০ হাজার  টাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ খবর