বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সন্তানের চিকিৎসা করাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

জেলার কালীগঞ্জে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক মায়ের। নিহত মরিয়ম (৩০) মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক সাহেব আলীর স্ত্রী। তারা মিলের আবাসিক কলোনিতে থাকতেন। সাহেব আলী জানান, তাদের তিন সন্তানের মধ্যে দেড় বছর বয়সী ইউনুছ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। বহু ডাক্তার দেখিয়েও তার অবস্থার পরিবর্তন হয়নি। সমপ্রতি মরিয়ম জানতে পারেন স্থানীয় ত্রিলোচনপুর বাজারের পাশে একটি দরগা আছে। সেখানে নিয়ে রেখে দিলে ছেলে সুস্থ হয়ে যাবে। এমন বিশ্বাসে মরিয়ম তিন দিন আগে ছেলেকে নিয়ে কথিত ওই দরগার একটি গাছের নিচে অবস্থান নেন। সেখানে রবিবার রাতে সাপে কামড় দেয় তাকে। রাতে ওঝা ঝাড়ফুঁক দিলে তিনি সুস্থ হন। সোমবার দুপুরে মরিয়ম আবারও সেই দরগায় যান এবং অসুস্থ হয়ে পড়েন। বিকালে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর