বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কালিয়াকৈরে দোকানপাট উচ্ছেদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় প্রায় অর্ধশতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে উপজেলার সফিপুর বাজার এলাকায়  অভিযান চালিয়ে ওই সব ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, সড়ক ও জনপথ বিভাগের জমিতে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। —কালিয়াকৈর প্রতিনিধি

পশু বোঝাই ট্রাক লুট

বগুড়ার শেরপুর উপজেলা থেকে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া বাজার এলাকা থেকে ১৪ লাখ টাকা মূল্যের কোরবানির পশবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া 

পাটের মূল্য ২৫০০ করার দাবি

পাটের মূল্য মণপ্রতি ২ হাজার ৫০০ টাকা করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষকেরা। গতকাল শহরের এইচএসএস সড়কে ঝিনাইদহ স্বাধীন কৃষক সংগঠনের ব্যানারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোবায়েত হোসেন মোল্লা, অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শহিদুল ইসলাম, হায়দার আলী প্রমুখ।

—ঝিনাইদহ প্রতিনিধি

জলমহাল অবমুক্ত করার দাবি

সুনামগঞ্জ জেলার ইজারাকৃত সব জলমহাল অবমুক্ত করা ও ইজারাদারদের জুলুম নির্যাতন বন্ধের দাবিতে গণসমাবেশ হয়েছে। গতকাল মধ্যনগর বাজারে এই সমাবেশ হয়। —সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর