বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্যার পর ডাকাত আতঙ্কে গাইবান্ধার বানভাসিরা

এক ডাকাতসহ নিহত ২ - ২৫ গরু লুট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি কমতে শুরু করলেও বন্যার্তদের দুর্ভোগের অবসান হয়নি এখনো। এর ওপর বন্যাকবলিত চরাঞ্চলে নতুন করে যুক্ত হয়েছে ডাকাতের উত্পাত। জানা যায়, গত সোম ও মঙ্গলবার দুটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে সুুন্দরগঞ্জ উপজেলায়। এ সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সাতজন। এ ছাড়া ফুলছড়ি উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। ফলে উত্কণ্ঠায় রাত কাটাচ্ছেন জেলার বিভিন্ন চরের মানুষ। মঙ্গলবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার দুর্গম চর চৌমহনে সশস্ত্র ডাকাতের হামলায় দুলাল মিয়া নামে এক কৃষক নিহত ও গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় ডাকাতের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত বাবুল মিয়া (৩২) নামে এক গ্রামবাসীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুলাল ও বাবুল চর চৌমহন গ্রামের বাসিন্দা। পুলিশ ডাকাতিতে জড়িত সন্দেহে খোকা নামে এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানান, রাত ২টার দিকে নৌকায় ডাকাতদল চর চৌমহনের জাহাঙ্গীর, ময়নুল ও হযরতের বাড়িতে হানা দিয়ে গরু লুটের চেষ্টা করে। লোকজন বাধা দিলে ডাকাতরা হামলা ও গুলি চালায়। তাদের অস্ত্রের আঘাতে দুলালের মৃত্যু হয়। এ ছাড়া গুলিতে আহত হন বাবুল। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে পাশের চরে আশ্রয় নেয়। পরে লোকজন ডাকাতদের ঘিরে ফেলে এবং একজনকে পিটিয়ে হত্যা করে। ফুলছড়ি থানার ওসি জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে খোকা নামে একজনকে আটক এবং ডাকাতি কাজে ব্যবহার করা নৌকা ও পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে সোমবার রাতে সুন্দরগঞ্জের কাজিয়ারচরে ডাকাত দল হামলা চালিয়ে ২৫-৩০টি গরু নিয়ে যায়। বাধা দিতে গেলে চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন। পরদিন অভিযান চালিয়ে পুলিশ জামালপুরের বাহাদুরাবাদ থেকে লুট হওয়া ২৩টি গরু উদ্ধার ও ডাকাতিতে জড়িত সন্দেহে একজনকে আটক করে। সুন্দরগঞ্জের ফজলুপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানান, কোরবানি ঈদ সামনে রেখে চরের মানুষ বাজারে বিক্রির জন্য গরু পালন করে। বন্যার কারণে নৌপথে যাতায়াত সহজ ও গ্রামগুলোতে মানুষ কম থাকায় ডাকাতের উপদ্রব বেড়েছে। মানুষ রাত জেগে গরু-বাছুর পাহারা দিচ্ছে। গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, ডাকাতি রোধে এলাকাগুলোতে পুলিশের নৌ-টহল বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ খবর