বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুপুরে ঢালাই বিকালে ধস

কুষ্টিয়া প্রতিনিধি

দুপুরে ঢালাই বিকালে ধস

ঢালাই দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ধসে পড়ে ব্রিজ। কুষ্টিয়ার মিরপুরের কালিতলা এলাকা থেকে গতকাল তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়ার মিরপুরে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজ ঢালাই দেওয়ার কয়েক ঘণ্টা পর ধসে পড়েছে। নিম্নমানের কাজের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকার পারুলি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। গত বৃহস্পতিবার ঢালাই দেওয়ার পর বিকালে তা ধসে পড়ে। ঘটনার এক সপ্তাহ পর বিষয়টি গতকাল জানাজানি হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায়, কয়েক মাস আগে কুষ্টিয়া ঠিকাদার রঞ্জু ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন। গত বৃহস্পতিবার দুপুরে ঢালাই দেওয়া হয়। ওই দিন বিকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের পানিতে। স্থানীয় ছাতিয়ান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, কুষ্টিয়া শহরে বাড়ি রঞ্জু নামে এক ঠিকাদার ব্রিজের কাজটি করছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে সাটারিং শেষে ঢালাই দেওয়ার পর বিকালে ধসে পড়ে। কি কারণে এমনটি হয়েছে তা ঠিকাদার ভালো বলতে পারবে। মিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ‘ঢালাই কাজ চলাকালে সাটারিং ভেঙে কিছু অংশ ধসে পড়ে। নতুন করে ঠিকাদার নিজ খরচে বাকি কাজ করে দেবেন।’ ঠিকাদার রঞ্জু জানান, খালে বেশি পানি থাকায় বাঁশ দিয়ে যে সাটারিং দেওয়া হয়েছিল তার ভার সহ্য করতে না পেরে স্লিপ করে এ ঘটনাটি ঘটেছে। মিরপুরের ইউএনও মাহবুবুর রহমান জানান, ব্রিজ ভেঙে পড়ার পর পরির্দশন করা হয়েছে। তদন্তে কোনো গাফিলতি ও অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর