বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
গ্রেফতারের পর মৃত্যু

মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শাজাহানপুরে পুলিশ হেফাজতে বিএনপি নেতা মাসুদুল হক পিন্টুর (৫০) মৃত্যুর ঘটনায় থানায় মামলা নেয়নি বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। পুলিশ বিষয়টি অস্বীকার করে জানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিন্টুর মা পিয়ারা বেগম জানান, মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় মামলা করতে গেলে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। থানায় মামলা না নিলে আদালতে মামলা করা হবে। শাজাহানপুর থানার ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা যাবে না।  রিপোর্টের পর প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিন্টুর ভাগিনা সুমন জানান, পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে করা মামলায় পুলিশ মঙ্গলবার তার মামাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মারপিট করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করে পুলিশ। সেখানে তিনি মারা যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর