বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

৬০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট গতকাল বিকাল পর্যন্ত ছিল। পুলিশ জানায়, মহাসড়কের মুন্সীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুটি দুর্ঘটনা ঘটে এবং মেঘনা সেতুর উপর একটি মালবাহী পরিবহন বিকল হয়। গাড়িগুলো সরিয়ে নিতে দেরি হওয়ায় যানজটের সৃষ্টি হয়।—কুমিল্লা প্রতিনিধি

টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার নান্নু টেক্সটাইল মিলে গতকাল এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।—রূপগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্র নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিনে আমিন মঙ্গলবার থেকে নিখোঁজ। এ ঘটনায় তার বাবা পৌর এলাকার হুমায়ুন কবির গতকাল থানায় জিডি করেন। মঙ্গলবার স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আমিন। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভ

২২ মাসের বেতন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুয়িটি এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নোয়াখালীর চৌমুহনী ডেল্টা জুট মিলের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকালে চৌমুহনী-ফেনী সড়কে এ কর্মসূচি পালিত হয়। অবরোধের ফলে ওই সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।—নোয়াখালী প্রতিনিধি

একীভূতকরণ প্রশিক্ষণ

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুদের একীভূতকরণ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। সমাপনী দিনে আবদুস সালাম বকুলের সভাপতিত্বে ১২৬ শিক্ষককে সনদ তুলে দেন নবেজ উদ্দিন সরকার।—লালমনিরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর