বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মিলল নিখোঁজ আরও চার শ্রমিকের লাশ

বংশী নদীতে ট্রলারে বজ্রপাত

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে বজ্রাঘাতে নিখোঁজ আরও চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে নদীর সিংগাইর ব্রিজের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই ঘটনায় আহত এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার লিটন আহম্মেদ। এ নিয়ে মঙ্গলবারের ওই বজ্রপাতে নিহতের সংখ্যা দাঁড়াল সাতে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

গতকাল যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন— মাহেলা বেগম, শ্রীনতী রানী, দীপু, হোসনে আরা বেগম। আরেক জনের পরিচয় জানা যায়নি। এরা সবাই আকতার ফার্নিচার কারখানার শ্রমিক ছিলেন।

সাভার ফায়ার স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সকালে বংশী নদী হয়ে ট্রলারে কাজে যাওয়ার সময় কাতলাপুর এলাকায় বজ াঘাতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন ২৫ জন। নিখোঁজ ছিলেন পাঁচ শ্রমিক। গতকাল দুপুরে বংশী নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কর্মীরা লাশগুলো উদ্ধার করে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, বংশী নদী দিয়ে ট্রলারে কর্মস্থলে যাচ্ছিলেন প্রায় ৭০ শ্রমিক। এ সময় হঠাৎ বজ্রপাত হয় ওই ট্রলারে। এখনো নিখোঁজ একজনের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

সর্বশেষ খবর