শনিবার, ২৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুর্গতদের পাশে বিভিন্ন সংগঠন ব্যক্তি

প্রতিদিন ডেস্ক

দেশের বন্যাকবলিত এলাকার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন-ব্যক্তি। দিনাজপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, জামালপুরের ইসলামপুর ও ঢাকার নবাবগঞ্জ-দোহারে নানা সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ : সদর উপজেলায় মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ত্রাণ বিতরণকালে চট্টগ্রাম সিটি মেয়র ও বিসিবির সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন, ক্রিকেটার আকরাম হোসেন, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকার সাভার এলাকার লালন গ্রুপের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বেলকুচিতে ২ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দিনাজপুর : সদর উপজেলায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। ত্রাণ বিতরণ করেন— বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকও ত্রাণ বিতরণ করে। বিরলে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও ইউচিরো ইসি’র নির্দেশনায় ত্রাণ বিতরণ করা হয়। ফরিদপুর : জেলার সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি আলহাজ জহিরুল হক শাহাজাদা মিয়া। উপস্থিত ছিলেন সাবেক এমপি ইয়াসমিন আরা হক, খন্দকার ইকবাল হোসেন সেলিম, বদরুতজামান বদু, হাবিবুর রহমান মুন্সী, খন্দকার মনিরুল হক মনির প্রমুখ। টাঙ্গাইল : জেলার ভূঞাপুরে প্রত্যন্ত চরাঞ্চলের চারটি পয়েন্টে দিনব্যাপী ত্রাণ বিতরণ জেলা ও উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ৬টি স্থানে ত্রাণ বিতরণ করেন এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. এরফান আলী। পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামী ব্যাংক ঠাকুরগাঁও শাখা। শ্রীপুর  : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ব্যবসায়ীদের উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। কাকলী ফার্নিচারের চেয়ারম্যান এসএম সোহেল রানা জানান, স্থানীয় শিল্পোদ্যোক্তা রবিন পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাকির হোসেন মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। নবাবগঞ্জ-দোহার : ঢাকার দোহারে ত্রাণ বিতরণ স্টুডেন্ট এসোসিয়েশন অব মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ’৯২-এর সদস্যরা।

সর্বশেষ খবর