শনিবার, ২৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
নরসুন্দা প্রকল্পে দুর্নীতি

এক বছরেও তদন্ত রিপোর্ট না দেওয়ায় ক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন ও পুনর্বাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি এক বছরেও রিপোর্ট জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের নেতারা গতকাল শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে সংবাদ সম্মেলন করে এই ক্ষোভের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের শেখ সেলিম কবীর, কামরুল হাসান মুকুল, শামছুল আলম, সেলিম জাভেদ তিতাস, অ্যাডভোকেট আনোয়ার জাহান ভূঞা প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, শত কোটি টাকার প্রকল্পটির শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতি স্পষ্ট হতে থাকে। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। পরে একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এক বছরেও তদন্ত রিপোর্ট দিতে পারেনি।

সর্বশেষ খবর