শনিবার, ২৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে

—— মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেদের পুনর্বাসন করাসহ রাস্তাঘাট মেরামত ও বাঁধ সংস্কার করা হবে। আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত বানভাসি মানুষের জন্য ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একজন মানুষও যাতে ত্রাণ কার্যক্রমের বাইরে না থাকে সেদিকে খোঁজ রাখতে জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইউএনও ড. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। মির্জা আজম বলেন, বন্যা শেষ হতেই টেস্ট রিলিপ, কাবিখা, কাবিটাসহ নানান কাজ শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগকে মাদারগঞ্জ-জামালপুর রাস্তা মেরামতের জন্য বিশেষ বরাদ্দের জন্য বলা হয়েছে। দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে।

সর্বশেষ খবর