রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শরীয়তপুরে পদ্মার ভাঙনে তিন হাজার পরিবার গৃহহীন

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরে পদ্মার ভাঙনে তিন হাজার পরিবার গৃহহীন

পদ্মায় বিলীন হচ্ছে বিল্ডিং —বাংলাদেশ প্রতিদিন

পদ্মার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে নতুন করে শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষের মধ্যে। চলতি বছর এরই মধ্যে নদী ভাঙনের শিকার হয়ে শরীয়তপুরে গৃহহীন হয়েছে সাড়ে তিন হাজারের বেশি পরিবার। হুমকির মুখে রয়েছে  জাজিরা ও নড়িয়া উপজেলার মূলফোত্গঞ্জ হাসপাতালসহ আরও ২০ হাজার বসতভিটা। এদিকে শরীয়তপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে। নিন্মাঞ্চলের অনেক বাড়িরঘর থেকে পানি নেমে গেছে। তবে সুরেশ্বর পয়েন্টে এখনো বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর পানি দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে ভাঙন। শিবচরে ভাঙন বেড়েছে : শিবচরে নদী ভাঙনের ব্যাপকতা বেড়েছে। শিবচরে পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনে চলতি বছর পাঁচ ইউনিয়নে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ চারটি প্রাথমিক স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, হাটসহ শত শত বাড়িঘর। গতকাল সকাল থেকে বন্যা ও ভাঙনকবলিত সহস্রাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন নূর ই আলম চৌধুরী এমপি।

দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

পঞ্চগড় : পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন নাজমুল হক প্রধান এমপি। বারভিডার সৌজন্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। নওগাঁ : ব্যক্তিগত উদ্যোগে মান্দা উপজেলার গ্রামে গ্রামে ত্রাণ বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন। জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশন ও জেনারেল ফার্মাসিউটিক্যাল লি. ত্রাণসামগ্রী বিতরণ করে। এ সময় ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক এমআর করিম, নাজমুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও ত্রাণ বিতরণ করেন। এ সময় রেজাউল করিম রেজনু, সৈয়দ মাহবুবুল গনি বাবলু, ইকরামুল হক নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জামালপুরের মাদারগঞ্জে শনিবার  বালিজুড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ত্রাণ বিতরণ করে। ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানিবান্দি মানুষের মধ্যে শুকনো খাবার, স্যালাইন এবং অর্থ বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুত্ফল্লাহেল মাজেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ মণ্ডল, আহসান পারভেজ, আমিরুল ইসলাম ভূঁইয়া, সালাউদ্দিন খুররমসহ প্রমুখ। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বানভাসীদের মধ্যে ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ত্রাণসামগ্রী বিতরণ করে। বিতরণকালে নজরুল ইসলাম, শাহেদ শাহরিয়া, তাহসিন, হারুন ও টি এম শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে, লালন গ্রুপের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বেলকুচি উপজেলায় ত্রাণ বিতরণ করেন। এ সময় আমানুল্লাহ সরকার, জয়দুল করিম নয়ন সরকার, শাওন সরকার, নাজিম উদ্দিন কোম্পানি, আতাউর রহমান উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার যমুনার চরাঞ্চলের বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বিতরণকালে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ। দিনাজপুর : দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। নবাবগঞ্জ : ঢাকার নবাবগঞ্জে ‘আমরা বন্ধু’ নামে একটি সংগঠন  ত্রাণসামগ্রী বিলি করে। উপস্থিত ছিলেন লাবণ্য ভূইয়া, আলীমুর রহমান পিয়ারা প্রমুখ। অপরদিকে একই উপজেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক প্রমুখ।

সর্বশেষ খবর