রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওসির বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি

‘মিথ্যা’ মামলায় কলেজছাত্র ও সাংবাদিককে আসামি করে হয়রানির অভিযোগ করা হয়েছে রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াসের বিরুদ্ধে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন রাজাপুরের টিএন্ডটি রোডের জনৈক তাসলিমা বেগম। তাসলিমার ভাষ্য, গত ২১ আগস্ট রাজাপুর বাইপাস মোড় সংলগ্ন একটি জমির স্থানীয় ইউনুস ঢালির সঙ্গে মুক্তিযোদ্ধা আ. খালেকের বিরোধ হয়। এ ঘটনায় ইউনুসের মেয়ে ইউপি সদস্য মুন্নি বেগম থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগ দেন। পরে ওসির নির্দেশে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করে তার দুই ছেলে কলেজছাত্র ইমরান হোসেন আদনান ও সাংবাদিক মুরাদকে আসামি করে। উক্ত বিরোধী দুই পক্ষের কারো সঙ্গে তাসলিমার আত্মীয়তা বা ঘনিষ্ঠতাও নেই।

ওসির আক্রোশ থেকে দুই সন্তানকে রক্ষায় তাসলিমা প্রধানমত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর