সোমবার, ২৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মৌলভীবাজারে অর্ধশত স্কুলে পানি, পাঠদান বন্ধ ১৯টিতে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে অর্ধশত স্কুলে পানি, পাঠদান বন্ধ ১৯টিতে

পানি মাড়িয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

গত জুনে তৃতীয় দফা বন্যায় মৌলভীবাজারের বড়লেখা, রাজনগর, কুলাউড়াসহ পাঁচ উপজেলার হাওরাঞ্চলের প্রায় অর্ধশত স্কুল এখনও পানিবন্দী। এরমধ্যে কিছু বিদ্যালয় বিকল্প ব্যবস্থায় বাড়িঘর ও মসজিদে পাঠদান অব্যাহত রেখেছে। তবে দুই মাস ধরে কুলাউড়ায় চারটি, সদরে তিনটি, রাজনগরে তিনটি, বড়লেখায় দুটি ও জুড়ি উপজেলায় সাতটিসহ ১৯টি বিদ্যালয়ের পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে। এ সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা গেল অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারেনি। বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার প্রস্তুতি না থাকায় বিশেষ করে বিপাকে পড়েছেন  সমাপনির শিক্ষার্থীরা। কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পারের মদনগৌরী প্রাথমিক বিদ্যালয়ের তাইয়্যবা, মীম, তাসলিমা ও নাহিদসহ কয়েক শিক্ষার্থী জানান, বন্যার পানি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। সামনে আমাদের বার্ষক পরীক্ষা। পাঠদান না হওয়ায় প্রস্তুতিও নেই। রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওর পারের জাহিদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী জানান, বন্যার কারণে দীর্ঘদিন থেকে তাদের বিদ্যালয় বন্ধ। বিকল্প হিসেবে পাশের একটি বাড়িতে পাঠদান চলছে। সেখানেও যেতে হয় পানি ডিঙিয়ে। এতে তাদের পাঠদান অনেকটাই ব্যাহত হচ্ছে।

হাওরপারের মানুষের দাবি, সমস্যার স্থায়ী সমাধানের জন্য এ সব এলাকার বিদ্যালয়গুলো উঁচু জায়গায় নির্মাণ করা হোক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ‘বন্যার কারণে তলিয়ে যাওয়া বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। যার কারণে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। এটা কাটিয়ে উঠার জন্য প্রয়োজনে বন্ধের দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।’

সর্বশেষ খবর