সোমবার, ২৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাট পিয়াজের হাট

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাট পিয়াজের হাট

স্কুলের মাঠে পিয়াজের হাট —বাংলাদেশ প্রতিদিন

বারান্দা খেলার মাঠ সবখানেই পাট আর পেঁয়াজে সয়লাব। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত পরিবেশ। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ ও বাঁশগ্রাম ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের। দুটি প্রতিষ্ঠানই বাঁশগ্রাম বাজারে একটি সড়কের দুই পাশে মুখোমুখি অবস্থিত। সপ্তাহের বৃহস্পতিবার এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই পাট ও পেঁয়াজের হাট বসানো হয়। এতে ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ব্যবহত হচ্ছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান বলেন, ‘স্কুল বা কলেজের বারান্দায় হাট বসতে পারে না। এমন অভিযোগও পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘বাঁশগ্রাম বাজারে কলেজের পাশে পশু হাটের ইজারা দেওয়া আছে। সেখানে পাট ও পেঁয়াজের হাটের বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর