মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চুরির অপবাদে পা ভাঙলেন ইউপি সদস্য

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ার নরসিংহপুরে স্থানীয় ইউপি সদস্য চুরির অপবাদে সাইজ উদ্দিন নামে এক যুবকের পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র পরে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। সাইজ উদ্দিন রাজমিস্ত্রির কাজ করতেন। আহত যুবকের পরিবার জানায়, কিছু দিন ধরে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের মৃধার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এরই জেরে রবিবার রাতে ওই যুবক বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরে চোখ ও হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। নির্যাতিত যুবকের বোন শাহনাজ বেগম বলেন, তার ভাইকে চুরির অপবাদ দিয়ে ইউপি সদস্য ও তার লোকজন পিটিয়ে পা ভেঙে দিয়েছে। তার আরও অভিযোগ— ওই ইউপি সদস্য গত এক সপ্তাহ আগে মাসুদ নামে এক কিশোরের দুই পায়ের নখ প্লাস দিয়ে উপড়ে দেন। এ ঘটনা কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ায় ওই কিশোরের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। অভিযুক্ত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু তাহের মৃধা বলেন— ওই যুবক তার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করায় তিনি ও তার সমর্থকরা হালকা মারধর করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর